গাজায় হামলা চালিয়ে নিজেদের কবর খুঁড়ছে ইসরায়েল
Share on:
ফিলিস্তিনে হামলা করে একের পর এক বিপাকে পড়ছে ইসরায়েল। তাদের এ হামলার কারণে প্রতিবেশী দেশগুলোতে যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের হামলা-পাল্টা হামলা হয়েছে। এ ছাড়া ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে গেছে।
ইসরায়েলের এমন প্রতিকূল পরিবেশে দেশটিকে সতর্কবার্তা দিয়েছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা খালেদ মিশাল। তিনি বলেন, গাজায় যুদ্ধের মাধ্যমে ইসরায়েল নিজেই নিজেদের জন্য কবর খুঁড়েছে। আরবি সংবাদমাধ্যমের বরাতে শুক্রবার (০৫ জানুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হামাসের অন্যতম নেতা সালেহ আরৌরি নিহতের পর দলটির শীর্ষ কর্মকর্তা এ হুঁশিয়ারি দিলেন। তিনি ইসরায়েলকে ছলনাময়ী উল্লেখ করে বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো হামাসের বিরুদ্ধে যুদ্ধে আরও শক্তিশালী হয়ে উঠবে।
মিশালকে উদ্ধৃত করে আরবি সংবাদমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী গোষ্ঠীটি গাজায় তিন মাস ধরে বর্বর হামলা চালিয়ে হতাশ হয়ে পড়েছে। তাদের এ অভিযান কার্যত ব্যর্থ হয়ে গেছে। ফলে তারা এটিকে মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, ইসরায়েল তাদের এ আগ্রাসনের বৃত্ত আরও বাড়াতে চায়। তাদের ধারণা এভাবে পরিসর বাড়ালে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী দ্বিধায় পড়বে এবং তাদের পরিকল্পনা এলোমেলো হয়ে যাবে।
হামাসের এ নেতা বলেন, শত্রুদের ধারণা আমাদের নেতাদের এভাবে হত্যার মাধ্যমে প্রতিরোধ ও নেতৃত্ব দুর্বল হয়ে পড়বে। তারা এটা জানে না যে এটি কেবল তাদের কল্পনামাত্র। আমাদের একজন নেতা নিহত হলে আরেকজন নেতা বেড়ে ওঠে। একজন নেতার শাহাদাত অন্যদেরকে একই পথে, একই ইচ্ছা এবং একই সংকল্পের দিকে ধাবিত করে।
এদিকে ইসরায়েলের সাথে যুদ্ধের হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে তা ইসরায়েলের জন্য বিপর্যয়ের কারণ হবে। আমরা যুদ্ধকে ভয় পাই না।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আমরা কোনোরকম সংযম দেখাব না। আমরা কোনো নিয়মের তোয়াক্কা ও বিধিনিষেধ ছাড়াই সীমাহীন যুদ্ধ চালিয়ে যাব।
এসএইচ