ছাত্রশিবিরের প্যাড নকল করে গুজব ছড়ানোর অভিযোগ
Share on:
ছাত্রশিবিরের প্যাড নকল করে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৩০জুলাই ) এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
গণহত্যার পর আবার সরকার আজকের শোক প্রকাশের কর্মসূচি দিলে শহীদদের নিয়ে এমন তামাশার এই রাষ্ট্রীয় শোককে শিক্ষার্থীরা প্রত্যাখান করে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলা এবং অনলাইনে ব্যাপক প্রচারের কর্মসূচি পালন করছে। ছাত্রশিবির ইতিমধ্যে শিক্ষার্থীদের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে সকল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছে।
খুবই বিষ্ময়ের সাথে লক্ষ্য করা গেছে যে আওয়ামী গুজব সেল খ্যাত CRI পরিচালিত একটি ফেসবুক পেইজ থেকে ছাত্রশিবিরের প্যাড ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। উল্লেখ্য, তাদের ৫০টির অধিক পেইজ কিছুদিন পূর্বেই মেটা কর্তৃক গুজব ছড়ানোর দায়ে বন্ধ করে দেওয়া হয়।
অত্যন্ত পরিতাপের বিষয় যে, এই গুজব ছড়াতে রাসূলুল্লাহ (সা.) এর একটি হাদিসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। হাদিসটির সাথে শিক্ষার্থীদের চলমান কর্মসূচির কোনো সম্পর্ক নেই। তাদের জন্য আফসোস হয় যে তারা এহেন ঘৃণ্য কাজ করে আল্লাহ ও রাসূলের লানত কুড়িয়েছে।
গুজব থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।
এমএইচ