tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২০ জানুয়ারী ২০২৪, ১৭:৫৭ পিএম

প্রতিকূলতা ও সীমিত সামর্থ্য সত্ত্বেও মানবতার কল্যাণে কাজ করছে জামায়াত : ড.হেলাল উদ্দিন


Capture

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, গণমুখী, কল্যাণকামী ও সর্বজনীন রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই দল-মত-জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শত প্রতিকূলতা ও সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।


শনিবার (২০ জানুয়ারী) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শ্যামপুর দক্ষিণ থানার উদ্যোগে রাজধানীতে অমুসলিম অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।

শীতবস্ত্র বিতরণকালে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, মানুষের মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এসব চাহিদা মেটানোর দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। প্রচন্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে অথচ সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। দুর্নীতি, লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে।

তিনি বলেন,জনগণের ভোট ও ভাতের অধিকার হরণ করা হয়েছে। মানুষের মৌলিক মানবাধিকার আজ ভুলুন্ঠিত। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকল মানুষ তাদের প্রাপ্য অধিকার বুঝে পাবে। খোলাফায়ে রাশেদীন পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় সকল ধর্মের অনুসারীরাই শান্তিময় জীবনযাপন করেছেন। এমন একটি সমাজব্যবস্থা কায়েমের জন্যই জামায়াত প্রচেষ্টা ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি জামায়াতের এই প্রচেষ্টা ও সংগ্রামে সকলকে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান।

ড.হেলাল বলেন, আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা:) অসহায় মানুষের সেবা করে আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়ে গেছেন। এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। এরই ধারাবাহিকতায় একটি ধর্মের নামে আমরা মানুষের মধ্যে কোন ভেদাভেদ সৃষ্টি করি না। আর এজন্যই আমরা দেশবাসীর হৃদয়ের বিরাট অংশে স্থান করে নিতে সক্ষম হয়েছি। জামায়াতের রাজনীতির এটিই সবচেয়ে বড় সফলতা।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও শ্যামপুর দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি কামরুল আহসান, থানা কর্মপরিষদ সদস্য ইব্রাহিম খলিলুল্লাহ, জামায়াত নেতা আমজাদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি