tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৯ অগাস্ট ২০২৪, ২১:২১ পিএম

যমুনায় প্লাস্টিকের বোতলের জায়গায় কাঁচের পাত্র ব্যবহার হচ্ছে


dd

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্লাস্টিকের বোতলজাত পানির জায়গায় কাঁচের জগ ও মগ ব্যবহার হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন।


প্রেস সচিব শফিকুল আলম পোস্টে উল্লেখ করেন, আমি যখন যমুনায় কাজে যোগ দেই, তখন সর্বত্র বোতলজাত পানি ছিল। প্রতিটি টেবিলে আধা লিটারের প্লাস্টিকের বোতল দেখা যেত। অতিথিরাও সেই পানি পান করতো। কিন্তু কয়েক সপ্তাহ পর প্লাস্টিক বোতলের জায়গায় এসেছে কাঁচের পাত্র। আজ উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে টেবিলে পানির জগ এবং মগ ছিল।

তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই উদ্যোগটি নিয়েছেন। মন্ত্রিসভার সদস্যদের প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করতে অনুরোধ করেন তিনি। প্রধান উপদেষ্টা ড. ইউনূসও এতে অনুমোদন দেন। বর্তমানে যমুনাকে কার্যকরভাবে প্লাস্টিক বোতলমুক্ত অঞ্চল বলা যেতে পারে।

তিনি লেখেন, প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম এটি সম্ভব নয়। কিন্তু গত প্রায় একসপ্তাহ ধরে যমুনায় প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার করা হয় না।

এফএইচ