tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:২৮ পিএম

দ্বিতীয় দিনের শুরুতেই প্রার্থিতা ফিরে পেলেন যারা


image-251399-1702274445

দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো প্রার্থীদের আপিল শুনানি চলছে। দিনের শুরুতেই ১৮ জনের শুনানিতে ৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।


সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শুরু হয়। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এদিন সকালে ১৮ জন প্রার্থীর আপিল আবেদনের শুনানি হলে ছয়জনের আবেদন মঞ্জুর করে কমিশন। বাকি ১২ জনের মধ্যে কারও কারও প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কারও কারও আপিলের আদেশ পেন্ডিং রেখেছে কমিশন।

প্রার্থীতা ফিরে পাওয়া ৬ জন হলেন, চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ময়মনসিংহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ, রংপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সুমনা আক্তার, ঢাকা-৫ আসনে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. নুরুল আমিন ও মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের নূরে আলম সিদ্দিক।

এদিকে ঠাকুরগাঁও-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোছা. তাহমিনা আক্তার মোল্লা। বাছাইয়ে বাদ পড়ার পর আপিল শুনানিতেও তার প্রার্থিতা বাতিল হয়েছে। আসনটিতে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন রমেশ চন্দ্র সেন।

এনএইচ