tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৩, ১৫:০১ পিএম

জামায়াত নিয়ে টুকুর বক্তব্যে দলের সম্পৃক্ততা নেই: রিজভী


image-247446-1699691219

সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সম্প্রতি জামায়াতে ইসলামী সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর দেওয়া বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব। এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।


শনিবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে এসব কথা বলেন রিজভী।

বিএনপির মূলভিত্তি জানাতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ। জনগণ ভিত্তিক গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সম্প্রতি ভারতীয় ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’তে প্রদত্ত এক সাক্ষাৎকারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেকুলারিজম, পলিটিক্যাল ইসলাম সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কিত যে মতামত প্রদান করেছেন, সেসব বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব, এর সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়ে দেন রুহুল কবির রিজভী।

এনএইচ