tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২৪, ০০:৩৩ এএম

ছাত্রলীগকে নিষিদ্ধের খবরে বেরোবিতে আনন্দ মিছিল


1000022752

রিপন শাহরিয়ার, বেরোবিঃ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।


বুধবার (২৩ অক্টোবর) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে তৎক্ষণাৎ আনন্দ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। প্রধান ফটক হতে শুরু হওয়া মিছিলটি নগরীর চকবাজার, আবু সাঈদ চত্বর হয়ে প্রদক্ষিণ করে।

এসময় তারা “হই হই রই রই ছাত্রলীগ গেলি কই , এই মুহূর্তে খবর এলো ছাত্রলীগ মারা গেল, ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে” সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।

এসময় এক শিক্ষার্থী বলেন, এই ফেসিস্ট আওয়ামী সরকার ছাত্রলীগ দিয়ে ঘুম খুন হত্যা নির্যাতন টেন্ডারবাজি চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধের অপকর্মে লিপ্ত ছিল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা তাদের কর্মকান্ডে তারা যে একটা সন্ত্রাসী সংগঠন, তারা ছাত্র সংগঠন নয় এটি প্রমাণ করেছে। তাই আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সকল সংগঠনকে নিষিদ্ধ করা সকলের প্রাণের দাবি।

আরেক শিক্ষার্থী বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে আমরা জুলাই বিপ্লবে ছাত্রলীগের দ্বারা লাঞ্ছিত হয়েছি তাদের দ্বারা আক্রমণের শিকার হয়েছি। এই ছাত্রলীগ আবু সাঈদ কে গলা চেপে ধরেছিল। এই সন্ত্রাসীদের পুনর্বাসন হওয়ার কোন সুযোগ নেই। তারা আবারও আসতে চাইলে আমরা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করব“।

উল্লেখ্য, গত জুলাই বিপ্লবে আওয়ামীলীগের এই ছাত্র সংগঠনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সরাসরি আক্রমণ করে ব্যাপক সমালোচনার শিকার হন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি ও কেন্দ্রীয় নেতাদের প্রত্যক্ষ মদদে হামলা চালায় তারা। এর‌ই পরিপ্রেক্ষিতে বুধবার (২৩ অক্টোবর) রাত দশটায় এক প্রজ্ঞাপনে 'সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতা বলে এ সংগঠনটিকে সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার।

এনএইচ