নিউইয়র্ক ও ইলিনয়ে কমলার জয়
Share on:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ইতোমধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফল এসেছে।
এসব ফলে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক ও ইলিয়নে জয় পেয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। খবর বিবিসির।
নিউইয়র্কে কমলা হ্যারিস ২৮টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। ১৯৮৪ সালের নির্বাচনে রোনাল্ড রিগানের জয়ের পর আর কোনো রিপাবলিকান প্রার্থী এই অঙ্গরাজ্যে জিততে পারেননি। এরপর থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটরাই বেশি ভোট পেয়ে আসছে।
এর আগের ২০২০ সালের নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে জয়ের জন্য ব্যাপক চেষ্টা করে ব্যর্থ হন। তখন জো বাইডেন ২৩.১ পয়েন্ট পেয়ে সব ইলেকটোরাল কলেজ ভোট নিজের ঘরে তোলেন।
হোয়াইট হাউসের নির্বাচনী দৌড়ে এগিয়ে যেতে নিউইয়র্ক গুরুত্বপূর্ণ। কারণ ইলেকটোরাল ভোটের সংখ্যার আধিক্যের হিসাবে ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডার পরে নিউইয়র্কের অবস্থান।
এছাড়া ইলিনয়েও জয় পেয়েছেন কমলা হ্যারিস। এই অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল ভোট ১৯টি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।
ভোটের দিন সকাল ৭টা থেকে থেকেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের অক্সফোর্ড ও থার্ড স্ট্রিটের ওয়াইএমসি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের বেশিরভাগই বাংলাদেশি ও দক্ষিণ এশীয়।
এনএইচ