গণহত্যা তদন্তে জাতিসংঘের কাছে চিঠি পাঠাবে বিএনপি: মির্জা ফখরুল
Share on:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক সহিংসতা ও আন্দোলনে ক্ষমতাচ্যুত সরকারের দ্বারা সংঘটিত গণহত্যার নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। এজন্য জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠাবে বিএনপি। শনিবার (১০ আগস্ট) গুলশানের বিএনপি কার্যালয়ে এ কথা বলেন তিনি।
সাম্প্রতিক সময়ে দেশব্যাপী যেসব সংঘর্ষ হচ্ছে, তাতে বিএনপি কোনোভাবেই জড়িত নয় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগ এই মুহূর্তে গণতন্ত্রের জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে ফখরুল বলেন, বিভিন্ন দেশে সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। তবে কিছু জায়গায় বিচ্ছিন্ন হামলা হলেও সেগুলো সাম্প্রদায়িক হামলা নয় বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। পাশাপাশি সংবাদমাধ্যমেকে দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। সংযুক্ত আরব আমিরাতে আটক ৫৭ প্রবাসীকে ছাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান ফখরুল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খানসহ অন্যানরা।
এমএইচ