গাজীপুরে আগুনে পুড়লো অর্ধশত দোকান
Share on:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশত দোকান পুড়ে গেছে।
শনিবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে।
চাঁদপুর বাজারের ব্যবসায়ীরা জানান, বিকেলে বাজারের একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে হঠাৎ আগুন লাগে। এরপরই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে একটি এজেন্ট ব্যাংকও পুড়ে গেছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশে বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ৈ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের খবরে প্রথমে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে গাজীপুর ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট কাজে যোগ দেয়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়ার যায়নি।
এনএইচ