tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৮ জুন ২০২৩, ১০:০৯ এএম

ফাইনালে কোহলির সেঞ্চুরি দেখতে চান ব্রড


৫

চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এটি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই হলেও এই টেস্টে তীক্ষ্ণ নজর ইংল্যান্ডের ক্রিকেটারদেরও। বিশেষ করে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের। তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সমর্থন করছেন ভারতকেই। এর কারণও আছে, সামনেই যে প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার যেকোনো বিপর্যয় আখেরে লাভবান করবে ইংল্যান্ডকেই। মানসিকভাবে অ্যাশেজে এক কদম এগিয়ে থেকেই শুরু করতে পারবে ইংলিশরা।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে ব্রড কিছুটা রসিকতাই করেছেন, ‘আমি কোনো অস্ট্রেলিয়ানকে খেপিয়ে দিতে চাই না। তাদের মন খারাপও করে দিতে চাই না।’

ফাইনালটা কেমন দেখতে চান, এই প্রশ্নের জবাবে ব্রডের মন্তব্য, ‘দেখুন, আমি পুরোনো চিন্তাভাবনার মানুষ। আমি চাই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জোর লড়াই হোক দুই দলের মধ্যে। ভারত ভালো করুক। চেতেশ্বর পূজারা একটা ভালো ভিত্তি গড়ুক। এরপর বিরাট কোহলি এসে দারুণ একটা সেঞ্চুরি করুক।’

এবারের অ্যাশেজে ইংল্যান্ড মাঠে নামবে বেশ আত্মবিশ্বাস নিয়েই। সর্বশেষ ১৩টি টেস্টের ১১টিতেই জিতেছে ইংল্যান্ড। বিশেষ করে নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের কোচ ও বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর আক্রমণাত্মক ক্রিকেট খেলে ইংলিশরা টেস্ট ক্রিকেটকে ভিন্নমাত্রা দিয়েছে।

এমআই