tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৮ জুন ২০২৩, ২০:৩৫ পিএম

দেশের ১৩০ জন পেশাজীবী নেতৃবৃন্দের যৌথ বিবৃতি


Photo (10)

আগামী ১০ জুন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সহযোগিতার আহবান জানিয়ে নিম্নোক্ত যৌথ বিবৃতি প্রদান করেন বিশিষ্ট ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাহিত্যিক, সাংবাদিক সহ ১৩০ জন পেশাজীবী নেতৃবৃন্দ।


যৌথ বিবৃতিতে পেশাজীবি নেতৃবৃন্দ বলেন, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবীতে আগামী ১০ জুন শনিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। সুষ্ঠুভাবে সমাবেশ বাস্তবায়নের লক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চেয়ে গত ৫ জুন অনলাইনে এবং ৬ জুন প্রতিনিধি দলের মাধ্যমে আবেদনও করা হয়েছে। নাগরিকদের স্বাধীনভাবে চলাফেরা, মত প্রকাশ ও শান্তিপূর্ণ মিছিল-সভা সমাবেশ করার অধিকার সংবিধান স্বীকৃত। ফলে জামায়াতে ইসলামীর
শান্তিপূর্ণ সমাবেশে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা সরকার ও পুলিশ প্রশাসনকে উদাত্ত আহবান জানাচ্ছি।

পেশাজীবি নেতৃবৃন্দ আরও বলেন, বিগত ৬ মাসের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ৪ বার সভা সমাবেশে সহযোগিতা করার জন্য প্রতিনিধি দল প্রেরণ করার মাধ্যমে আবেদন করেছিল। আমরা বিস্ময়ের সাথে লক্ষ করেছি প্রতিবারই তাদের সংবিধান স্বীকৃত সভা সমাবেশের অধিকারকে খর্ব করে আবেদন গুলো নাকচ করে দেওয়া হয়েছে। দেশের সংবিধান প্রত্যেক রাজনৈতিক দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার দিয়েছে। এ অধিকার থেকে বঞ্চিত করা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা আরও দেখেছি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আইনজীবীগণের একটি প্রতিনিধি দল সমাবেশের আবেদন নিয়ে ডিএমপি কমিশনারের নিকট গেলে ডিএমপি কার্যালয়ের গেট থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে ৩ ঘন্টা পরে তাদের মুক্তি দেওয়া হয়। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর এহেন সংবিধান বিরোধী আচরণে আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

পেশাজীবি নেতৃবৃন্দ আরও বলেন, আমরা প্রত্যক্ষ করছি ১০ জুনের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে পুলিশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের বাসাবাড়ি ও কর্মস্থল থেকে গ্রেপ্তার করছে। ক্ষেত্র বিশেষে অসংখ্য নেতাকর্মীদের পরিবারের সদস্যবৃন্দকে বিনা অপরাধে হয়রানী করা হচ্ছে। যা আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। ভিন্নমতের মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের ওপর জুলুম-নিপীড়নের পরিণতি কখনো শুভ হয় না। আমরা রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার পরিবর্তে তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানাচ্ছি।

সংযুক্তিঃ বিবৃতি প্রদানকারী ১৩০ জন পেশাজীবিবৃন্দের নাম।

প্রকৌশলীবৃন্দ:

১। প্রকৌশলী শেখ আল আমিন, সাবেক সহঃ সাধারণ সম্পাদক, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( আই ই বি)

২। প্রকৌশলী এনামুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান, ইলেকট্রিকাল ডিভিশন, আইইবি।

প্রকৌশলী আব্দুল জলিল, সাবেক সেন্ট্রাল কাউন্সিল মেম্বার, আইইবি।

৩। প্রকৌশলী জিএম খান ফারুক, সাবেক সেন্ট্রাল কাউন্সিল মেম্বার, আইইবি।

৪। প্রকৌশলী গোলাম মোস্তফা, সাবেক সেন্ট্রাল কাউন্সিল মেম্বার, আইইবি।

৫। প্রকৌশলী মোহাম্মদ ইসহাক, সাবেক সেন্ট্রাল কাউন্সিল মেম্বার, আইইবি।

৬। প্রকৌশলী মেজবাহ উদ্দিন খান, সাবেক সেন্ট্রাল কাউন্সিল মেম্বার, আইইবি।

৭। প্রকৌশলী আবুল বাশার, সাবেক সেন্ট্রা কাউন্সিল মেম্বার, আইইবি।

৮। প্রকৌশলী মোসলেহ উদ্দিন, সাবেক কাউন্সিল মেম্বার, আইইবি, ঢাকা।

৭। প্রকৌশলী রফিকুল ইসলাম,সাবেক কাউন্সিল মেম্বার, আইইবি, ঢাকা।

৯। প্রকৌশলী আতিকুর রহমান, সাবেক কাউন্সিল মেম্বার, আইইবি, ঢাকা।

১০। প্রকৌশলী মনিরুল মাওলা, সাবেক কাউন্সিল মেম্বার, আইইবি, ঢাকা।

১১। প্রকৌশলী মোহাম্মদ শামছুল হক, সাবেক কাউন্সিল মেম্বার, আইইবি, ঢাকা।

১২। প্রকৌশলী রেজাউল করিম, সাবেক কাউন্সিল মেম্বার, আইইবি, ঢাকা।

১৩। প্রকৌশলী নজরুল ইসলাম, সাবেক কাউন্সিল মেম্বার, আইইবি, ঢাকা।

১৪। প্রকৌশলী রেজাউল ইসলাম, সাবেক কাউন্সিল মেম্বার, আইইবি, ঢাকা।

১৬। প্রকৌশলী তোমিজ উদ্দিন সরোওয়ার্দী।

১৫। প্রকৌশলী মনিরুজ্জামান।

১৭। প্রকৌশলী রেজাউল আলীম।

১৮। প্রকৌশলী রবিউল ইসলাম।

১৯। প্রকৌশলী আনোয়ার হোসেন।

২০। প্রকৌশলী মোঃ শাহজাহান

২১। প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।

২২। প্রকৌশলী রাজিবুল হক।

২৩। প্রকৌশলী কামরুল ইসলাম।

২৪। প্রকৌশলী শাজ্জাত হোসেন।

২৫। প্রকৌশলী জহিরুল ইসলাম।

২৬। প্রকৌশলী বাশার মন্ডল।

২৭। প্রকৌশলী জসিম উদ্দিন।

২৮। প্রকৌশলী জাহেদুর রহমান।

২৯। প্রকৌশলী সিরাজুল ইসলাম।

৩০। প্রকৌশলী লুৎফর রহমান।

৩১। প্রকৌশলী সানোয়ার হোসেন।

৩২। প্রকৌশলী আকতার হোসেন।

৩৩। প্রকৌশলী আশরাফুল জান্নাত।

৩৪। প্রকৌশলী আবুল কাশেম।

৩৫। প্রকৌশলী সাইদুর রহমান।

৩৬। প্রকৌশলী আসাদুল্লাহ।

৩৭। প্রকৌশলী শামীম আহমেদ।

৩৮। প্রকৌশলী শামীম আজিজ।

৩৯। প্রকৌশলী আব্দুস সালাম।

৪০। প্রকৌশলী ইয়াছিন কাদির।

৪১। প্রকৌশলী মাহবুব সোবহান।

৪২। প্রকৌশলী গুলজার রহমান।

৪৩। প্রকৌশলী আব্দুল্লাহ।

৪৪। প্রকৌশলী সদরুল ইসলাম।

৪৫। প্রকৌশলী কাওছার আলী।

৪৬। প্রকৌশলী জগলুল হায়দার।

৪৭। প্রকৌশলী জিয়া উদ্দিন।

৪৮। প্রকৌশলী মোহাম্মদ আলী।

৪৯। প্রকৌশলী মাহফুজুর রহমান।

৫০। প্রকৌশলী আব্দুল ওহাব।

৫১। প্রকৌশলী মোহাম্মদ জিয়া।

৫২। প্রকৌশলী মোঃ ইসমাইল।

৫৩। প্রকৌশলী আবিদ হাসান।

৫৪। প্রকৌশলী দেলোয়ার হোসেন।

৫৫। প্রকৌশলী আকমল হোসেন।

৫৬। প্রকৌশলী শফিউদ্দিন।

৫৭। প্রকৌশলী ফরিদুর রহমান।

৫৯। প্রকৌশলী আবুল কালাম আজাদ।

৬০। প্রকৌশলী সাকাওয়াত হোসেন।

৬১। প্রকৌশলী আব্দুল হান্নান।

৬২। প্রকৌশলী শফিউল্লাহ।

৬৩। প্রকৌশলী মাজহারুল ইসলাম।

৬৪। প্রকৌশলী হাবিবুর রহমান।

৬৫। প্রকৌশলী নুর আলম।

৬৬। প্রকৌশলী মারদিয়া।

৬৭। প্রকৌশলী আমেনা খাতুন।

৬৮। প্রকৌশলী তামান্না মুন্নি।

৬৯। প্রকৌশলী আয়েশা খাতুন।

৭০। প্রকৌশলী সুমাইয়া।

চিকিৎসকবৃন্দঃ

৭১। ডা আব্দুর রহমান

৭২। ডা তৌহিদুল করিম মজুমদার

৭৩। ডা আসিফ আব্দুল্লাহ

৭৪। ডা ইব্রাহিম ফারুকী

৭৫। ডা করিম শাহরিয়ার

৭৬. ডা আবু আকিব

৭৭. ডা আলী রেজা

৭৮. ডা মোহাম্মাদ রাইয়ান

৭৯. ডা রাকিবুল ইসলাম

৮০. ডা হামিদুর রহমান

৮১. ডা আবু রাইয়ান

৮২. ডা আরিফুর রহমান

৮৩. ডা আব্দুল্লাহ আল নোমান

৮৪. ডা মাহফুজ উদ্দিন

৮৫. ডা নোমান রেজা

৮৬. ডা রিফাত করিম

৮৭. ডা নাসিম শেখ

৮৮. ডা হেলালুদ্দিন

৮৯. ডা আজফার শেখ

৯০. ডা. আবু হুজাইফা

সাংবাদিক নেতৃবৃন্দ:

৯১. শাখাওয়াত ইবনে মইন চৌধুরী

৯২. সরকার মিজানুর রহমান

৯৩. ওয়াসিউর রহমান

৯৪. মুরাদ হোসেন

৯৫. মোহাম্মদ আবু হানিফ

৯৬. আবু ইউসুফ

৯৭. এরশাদুর রহমান

৯৮. আব্দুল্লাহ আল নোমান

৯৯. রফিকুল ইসলাম

১০০. আবদুল্লাহ মজুমদার

কবি ও সাহিত্যিক বৃন্দ:

১০১. যাকিউল হক জাকী

১০২. মাহবুব মুকুল

১০৩. জাহিন তাজ

১০৪. লিটন হাফিজ চৌধুরী

১০৫. এম এ তাওহদি

১০৬. আব্দুল আউয়াল ফারুক খাঁন

১০৭. হাসিনুর রব মানু

১০৮. বিল্লাল হোসেন

১০৯. আবু রায়হান

১১০. তোফাজ্জল হোসাইন কিশোর

১১১. আদানান কাবির

১১২. এমদদুল হক চৌধুরী

১১৩. মাহমুদুল হাসান

১১৪. শরিফুল ইসলাম

১১৫. হোসনি মোবারক

১১৬. আব্দুল হাই সেলিম

১১৭. কামারুজ্জামান ভূইয়া সুমন

১১৮. আতাউর রহমান

১১৯. এমসি মামুন

১২০. আব্দুল আলিম

১২১. জহির বিন বাশার

১২২. আতিকুর রহমান

১২৩. ইয়াসিন মাহমুদ

১২৪. তোফাজ্জল হোসেন সরকার

১২৫. এম এ কামাল

১২৬. মোশাররফ হোসেন

১২৭. মুহাম্মাদ হাসানুজ্জামান

১২৮. রফিকুল ইসলাম দুলাল

১২৯. এবি নোমান

১৩০. মুসয়াব মাহমুদ

এন