tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৩ অগাস্ট ২০২৪, ১৮:০৬ পিএম

উপদেষ্টা ফারুক-ই-আজম পেলেন যে মন্ত্রণালয়


image-286352-1723550102

উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন। বিকালে তাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রধান উপদেষ্টার অধীনে ২৫টি মন্ত্রণালয় থেকে ফারুক-ই-আজমকে একটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এতে প্রধান উপদেষ্টার অধীনে মন্ত্রণালয় এবং বিভাগের সংখ্যা ২৪টি নেমে আসলো।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর রোববার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।

অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। রোববার রাতে দেশে পৌঁছেন তিনি।

মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে ফারুক-ই-আজমের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ধর্মগ্রন্থ থেকে পাঠের পর শুরু হয় শপথগ্রহণ পর্ব। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

নিয়ম অনুযায়ী প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তা শপথ নেন ফারুক-ই-আজম। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন উপদেষ্টা।

এমএইচ