দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
Share on:
দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও পাঁচ জেলা ও দুই বিভাগে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৮ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এই কয়েকদিন বৃষ্টিপাত কম থাকতে পারে। এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রোববার রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, ফরিদপুর, রংপুরসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এ দিকে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী, ঢাকাসহ ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আগামীকাল সোমবারের (৯ সেপ্টম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, এদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকাসহ ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেট ও রংপুরে।
এদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বঙ্গোপসাগরে লঘুচাপটি পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম এলাকায় অবস্থান করছে । সেই সঙ্গে লঘুচাপটি রোববার (০৮ সেপ্টেম্বর) নিম্নচাপে রূপ নিতে পারে বলেও জানানো হয়েছে।
লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চলসহ সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আবহাওয়ার এক সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এফএইচ