tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৪ অগাস্ট ২০২৩, ২০:২৬ পিএম

সরকার মামলা দিয়ে চলমান আন্দোলনরক নির্মূল করতে চায় : এটিএম মাছুম


জামাতে ইসলামি

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, সরকার হামলা ও মামলা দিয়ে চলমান আন্দোলনরক নির্মূল করতে চায়। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে সরকারই ক্ষমতায় টিকে থাকতে চাই ।


মাওলানা এটিএম মাছুম বলেন, বাগেরহাট জেলার রামপাল উপজেলার ৭ জন জামায়াতে ইসলামী নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও বলেন, পুলিশ বাগেরহাট জেলার রামপাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ৭ জন নেতাকর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করেছে। বিনা কারণে পুলিশের এই গ্রেফতার অভিযান পরিচালনা তাদের স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এটিএম মাছুম বলেন, সরকার গত ১৫ বছর যাবত অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। সরকার সারা দেশে ত্রাস সৃষ্টি করে এবং গণগ্রেফতার, হামলা ও মামলা দিয়ে চলমান আন্দোলন নির্মূল করতে চায়।

তিনি বলেন, বাগেরহাট জেলায় গ্রেফতারকৃত জামায়াতের ৭ জন নেতাকর্মীসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। সেই সাথে জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা পূর্বক তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং সংসদ ভেঙে দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহব্বান জানাচ্ছি।

(প্রেসবিজ্ঞপ্তি)