tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২১ এপ্রিল ২০২৪, ১৯:১৭ পিএম

এরদোগানের প্রশংসায় হামাস প্রধান


image-797061-1713697508

ফিলিস্তিনকে সমর্থন দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়সী প্রশংসা করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়েহ।


তিনি বলেছেন, এরদোগান যে জাতিসংঘ ভাষণের সময় ফিলিস্তিনের মানচিত্র ছুঁড়ে ফেলেছিলেন আমরা সেটি এখনও স্মরণ করি। খবর আনাদোলু এজেন্সির।

ইসমাইল হানিয়েহ বলেন, তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সভায় হামাসকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন বলেছেন। তিনি হামাসকে জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী বলে উল্লেখ করেছেন; যেটি আমাদের ও ফিলিস্তিনের জনগণের জন্য গর্বের। তিনি যেটি বলেছেন, এর মূল্য আমাদের কাছে অনেক।

রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক শেষে আনাদুলোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হানিয়ে এসব কথা বলেন।

হানিয়েহ বলেন, হামাস ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য মূল্যবোধ এবং প্রাচীন ইতিহাসের জন্য কাজ করছে।

ফিলিস্তিনের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে হানিয়ে বলেন, তুরস্কের জনগণের মনের কথাই বলেছেন এরদোগান। তুর্কিরা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে।

এসএম