আমাদের লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা: মঈন খান
Share on:
দেশে গণতন্ত্র নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আমাদের লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা।’
শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত কম্বল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘হাজার কোটি টাকা খরচ করে এই সরকার মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল তৈরি করেছে। তাদেরকে বলতে চাই, তাহলে গরিব মানুষদেরকে কেন একটা কম্বল দিতে পারে না? আমরা এই নির্বাচন বর্জন করেছি এবং আমাদের লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা।’
তিনি বলেন, ‘গায়ের জোরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে যারা নিজেদেরকে সরকার বলে দাবি করে, তাদেরকে প্রশ্ন করতে হবে, আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ কী চায়? গত কয়েক মাস ধরে আমরা শুনছি-যারা বর্তমান সরকারের পক্ষে আছে, তারা বলছে যে বাংলাদেশ নাকি বিশ্বে সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশ। তাহলে আমি প্রশ্ন করতে চাই-এই দ্রুত উন্নয়নশীল দেশে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে কেন গরিব মানুষেদের কাছে কম্বল বিতরণ করতে হবে? তাহলে উন্নয়নটা কোথায়?’
মঈন খান আরও বলেন, ‘গত ৭ জানুয়ারি এ দেশে প্রহসনের নির্বাচন হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ভোট বর্জন করেছে। নির্বাচনের এই স্বেচ্ছাচারিতার ব্যাপারে কেবল বিএনপিই নয়, আওয়ামী লীগের ভোটাররাও সমালোচনা করেছে।’
নির্বাচনে কারা নির্বাচিত হবে এবং কারা নির্বাচিত হবে না এগুলো আগে থেকে ঠিক করা ছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতি করি। রক্তের বিনিময়ে আমরা যে দেশ অর্জন করেছি, সেই রক্তের দামকে আমরা বৃথা যেতে দেব না। বাংলাদেশ তৈরি হয়েছিল গরিব মানুষদের অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য।’
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও অনেকে উপস্থিত ছিলেন।
এনএইচ