tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৪, ১৭:৪৩ পিএম

জরুরি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়


edu20180805080813

সরকার পরিবর্তনের পর বিগত সরকারের নেওয়া গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে একে একে বেরিয়ে আসছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ফলে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


ইতোমধ্যে একক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংক্রান্ত মতবিনিময় সভা আগামী ২৭ নভেম্বর সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট উপাচার্যদের উপস্থিত থাকার অনুরোধ করা হলো।

শুধু জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় নয়, ইতোমধ্যে প্রকৌশল গুচ্ছ ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

তা ছাড়া, কৃষি গুচ্ছে থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এনএইচ