tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১১ পিএম

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এক জেলের মৃত্যু, নিখোঁজ ৩


Cox-66e430a97cae9

বঙ্গোপসাগরে কক্সবাজারের অংশে ২৩ জেলে নিয়ে ‘এফবি রশিদা’ নামে মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মোহাম্মদ জামাল (৩৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে।


এসময় জীবিত অবস্থায় ১৯ জনকে উদ্ধার করে সম্ভব হলেও এখনো তিন জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সৈকতের লাবণী চ্যানেলে ঝড়ো বাতাসের কবলে ট্রলারটি ডুবে যায়। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়।

ডুবে যাওয়া ‘এফবি রশিদা’র জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝড়ো বাতাসের কবলে পড়ি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ট্রলারটি ডুবে যায়। আমাদের চার জেলে ঢেউয়ের স্রোতে ভেসে যায়। আরেক জেলে জামালের অবস্থা খাারাপ ছিল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’। তিনি আরও বলেন, ‘ট্রলারে ২৩ মাঝি-মাল্লা ছিল। একজন মারা গেছেন। তিনজন নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার সৈকতের সি-সেফ লাইফগার্ড কর্মীদের ইনচার্জ ওসমান গণি বলেন, ‘ভাসমান জেলেদের উদ্ধার করে তীরে আনা হয়েছে। একজন মারা গেছেন। কয়েকজন নিখোঁজ বলে শুনেছি। তাদের খোঁজ করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এনএইচ