tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ০২ জানুয়ারী ২০২২, ২১:৩৪ পিএম

রোহিঙ্গা ক্যাম্প করোনা হাসপাতালে ভয়াবহ আগুন


আগুন রোহিঙ্গা ক্যাম্প.jpg

কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।


কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

আজ রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া বালুখালী ২০ ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে টেকনাফ ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন) এর অধিনায়ক নাইমুল বলেন, উখিয়া বালুখালী ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগার খবর পেয়েছি।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এখনও আগুন নেভাতে চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। সেখানে পুলিশ কাজ করছে।

এইচএন