tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২১, ১৮:১৮ পিএম

করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু


করোনা১.jpg

করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৮ জনে।


করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৮ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের। এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) করোনায় মারা গেছে ৪ জন এবং শনাক্ত হয়েছে ১২২ জনের।

আজ রোববার (১৯ ডিসেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

মারা যাওয়া একজন ঢাকা বিভাগের। অন্যান্য বিভাগে কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়।

এইচএন