tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২১, ২১:৪৭ পিএম

বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার


ডিএমপি.jpg

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে রাজধানীতে গির্জাগুলোয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে রাজধানীতে গির্জাগুলোয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আগামীকাল শনিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উদযাপন করা হবে। এই উপলক্ষে গির্জায় প্রবেশ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপি সূত্র জানায়, গির্জাগুলোয় থাকবে ডিবি (গোয়েন্দা) পুলিশ। গির্জাসহ অনুষ্ঠানস্থলের আশপাশে ইভটিজিং প্রতিরোধে বিশেষ নজরদারি দেওয়া হবে।

ইতিমধ্যে করোনা সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মানতে প্রতিটি গির্জায় নির্দেশনা পাঠানো হয়েছে। এবারের ক্রাইম কনফারেন্সের ওপর গুরুত্ব দিয়ে কর্মকর্তাদের সুনির্দিষ্ট নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, বড়দিনে গির্জাগুলোয় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

আর্চওয়ে বসানো হয়েছে। সেখানে তল্লাশি করা হবে। তল্লাশির মধ্য দিয়েই গির্জায় প্রবেশ করতে হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা শাখা) এ কে এম হাফিজ আক্তার বলেন, গির্জা এলাকায় নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে আমাদের গোয়েন্দা শাখার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এইচএন