tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৯ জানুয়ারী ২০২২, ১৮:২৯ পিএম

ভারতীয় পার্লামেন্টে করোনার থাবা, ৪ শতাধিক আক্রান্ত


ভারতীয় সংসদ.jpg

করোনা মহামারির ভয়বহতার মধ্যে ভারতের পার্লামেন্টের ১৪০৯ জন স্টাফের মধ্যে প্রায় ৪০২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।


করোনা মহামারির ভয়বহতার মধ্যে ভারতের পার্লামেন্টের ১৪০৯ জন স্টাফের মধ্যে প্রায় ৪০২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।

সরকারি সূত্রগুলো বলেছেন, ৪ঠা থেকে ৮ই জানুয়ারির মধ্যে এসব সংক্রমণ দেখা দিয়েছে। অথচ সামনেই পার্লামেন্টের বাজেট অধিবেশন।

এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস বলেছে, আক্রান্তদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে তারা কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত হতে জিনোম সিকুয়েন্সিংয়ে পাঠানো হয়েছে।

পার্লামেন্ট স্টাফদের আভ্যন্তরীণ খবরে জানা গেছে, স্টাফদেরকে সরকারি নির্দেশনা অনুসরণ করে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে।

একটি ম্যাসেজে বলা হয়েছে, লোকসভার ২০০, রাজ্যসভার ৬৯ জন স্টাফ এবং সংশ্লিষ্ট ১৩৩ জন স্টাফের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

কিন্তু সবার যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত। তবে পার্লামেন্ট চত্বরের বাইরে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে তাদের নাম তালিকাভুক্ত হয়নি।

কাজ করার সময় আক্রান্ত সহকর্মীর সংস্পর্শে এসেছিলেন পার্লামেন্টের উভয় কক্ষের এমন ব্যক্তিরা আইসোলেশনে ছিলেন।

লোকসভা ও রাজ্যসভার বিভিন্ন কর্মকর্তা আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এর প্রেক্ষিতে সব সরকারি অফিসকে অর্ধেক জনসম্পদ দিয়ে চালাতে নির্দেশনা দিয়েছে ডিডিএমএ। বাকিদেরকে বাসায় বসে কাজ করতে বলা হয়েছে।

এইচএন