tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৮ পিএম

অধ্যাপক পরওয়ারের জামিন,পুনরায় মামলা দিয়ে আটক রাখায় জামায়াতের নিন্দা


ডা. শফিকুর রহমান.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন লাভের পর পুনরায় তাকে নতুন মামলা দিয়ে আটক রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন লাভের পর পুনরায় তাকে নতুন মামলা দিয়ে আটক রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশের সর্বোচ্চ আদালত থেকে সকল মামলায় জামিন প্রাপ্ত হন।

আজ ১২ ফেব্রুয়ারি তিনি কারাগার থেকে মুক্ত হওয়ার কথা থাকলেও তাকে জেলগেটে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে নানা ফন্দি-ফিকির করে পুনরায় তাকে দুটো মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর মাধ্যমে সরকার জনাব মিয়া গোলাম পরওয়ারের মৌলিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ করেছে। যা আইন ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সম্প্রতি সরকার কর্তৃক অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করেছে।

কিন্তু সরকার সে দিকে কর্ণপাত না করে তার দলন-পীড়ন ও স্বৈরাচারী আচরণ অব্যাহত রেখেছে। এর মাধ্যমে সরকার মূলত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

অবিলম্বে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীদের নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।” ( প্রেস বিজ্ঞপ্তি)

এইচএন