tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আইন আদালত প্রকাশনার সময়: ১০ অগাস্ট ২০২৪, ১৯:২৫ পিএম

আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ


BB_20240810_183012379

প্রধান বিচারপতির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতি পদত্যাগ করেছেন। পদত্যাগ করতে পারেন আরও তিন বিচারপতি।


শনিবার (১০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন দুই বিচারপতি। তারা হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে দুই বিচারপতি পদত্যাগপত্র পাঠান।

এর আগে সকালে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতির পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরিপ্রেক্ষিতে দুপুরেই পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আপিল বিভাগের আরও তিন বিচারপতি পদত্যাগ করতে পারেন। তারা হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

এদিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করায় আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচাপতি করা হয়েছে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আশফাকুল ইসলামকে নন, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দেখতে চান শিক্ষার্থীরা। এজন্য অনতিবিলম্বে সন্ধ্যা ৬টার মধ্যে রেফাতকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে বলে তারা আল্টিমেটামও দিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এনএইচ