মেজরকে লাঞ্ছিতের ঘটনায় গুলশান থানার এসি সোহেল প্রত্যাহার
Share on:
সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর ও লাঞ্ছিত করার ঘটনায় গুলশান থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপির সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার গুলশানে সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান গুলশান থানার এসি সোহেল। একপর্যায়ে ওই মেজরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সোহেল। পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে থানায় নিয়ে যান। সে সময় তিনি সেনাকর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকিও দেন।
পরে সেনা সদস্যরা থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে নিয়ে যান। ঘটনার পর ওই মেজরের কাছে পা ধরে ক্ষমাও চান এসি সোহেল। তবে শেষ রক্ষা হয়নি তার। বাকবিতণ্ডা ও ক্ষমা চাওয়ার ভিডিও প্রচারের পর এসি সোহেলকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করল ডিএমপি।
এফএইচ