তৃণমূল সংগঠনের মজবুতির জন্য কাজ করতে হবে : আব্দুল হালিম
Share on:
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, তৃণমূল সংগঠন যত মজবুত হবে ওই শাখাও তত শক্তিশালী হবে। তাই তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে ইউনিয়ন সভাপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ জামায়াতে-ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে ইউনিয়ন সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) জেলা আমির মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন আকন্দের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছোট অর্জনের মাধ্যমেই বড় অর্জন সম্ভব। তাই কোনো কাজকে ছোট মনে করার যেমন কারণ নেই, একইভাবে নিজেদেরকেও ছোট মনে করার সুযোগ নেই।
সবশেষে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের ত্যাগের কথা স্মরণ করিয়ে জনশক্তিদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন জেলার নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি