tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২৩, ২১:৪৭ পিএম

ফখরের সেঞ্চুরিতে কিউই-পাহাড় ডিঙিয়েছে পাকিস্তান


untitled-1-20231104205923

শনিবার বেঙ্গালুরুতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান তোলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেছেন রাচিন রবীন্দ্র। জবাবে খেলতে নেমে ২৫ ওভার ৩ বলে এক উইকেট হারিয়ে ২০০ রান তোলে পাকিস্তান। এরপর বৃষ্টিতে খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ডিএল মেথডে ২১ রানে জিতেছে পাকিস্তান। যেখানে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন ফখর জামান।


শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান তোলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেছেন রাচিন রবীন্দ্র। জবাবে খেলতে নেমে ২৫ ওভার ৩ বলে এক উইকেট হারিয়ে ২০০ রান তোলে পাকিস্তান। অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন ফখর জামান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে বিদায় নেন আব্দুল্লাহ শফিক। তার ব্যাট থেকে এসেছে ৪ রান। শফিক দ্রুত ফিরলেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন আরেক ওপেনার ফখর জামান। তিন অঙ্কে পৌঁছাতে এই অভিজ্ঞ ব্যাটার খরচ করেছেন মাত্র ৬৩ বল। যা দেশের হয়ে বিশ্বমঞ্চে দ্রততম শতকের রেকর্ড।

ফখরের এমন ঝড়ের মধ্যে আরেক প্রান্তে দাঁড়িয়ে যোগ্য সঙ্গ দিয়েছেন বাবর আজম। অধিনায়ক তুলে নিয়েছেন ব্যক্তিগত ফিফটি। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেছেন অবিচ্ছিন্ন ১৯৪ রান।

পাকিস্তানের ইনিংসের ২২তম ওভারের খেলা চলাকালে প্রথম দফায় বৃষ্টি নামে। ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে তখন পাকিস্তানের সংগ্রহ ছিল ১৬০ রান। ঘণ্টা খানেকের বৃষ্টিতে কমে আসে ম্যাচের দৈর্ঘ। পাকিস্তানের জন্য নতুন লক্ষ্যমাত্রা দাড়ায় ৪১ ওভারে ৩৪২ রান।

নতুন লক্ষ্যে ব্যাটিং করতে নামার কিছুক্ষণ পরই আবার হানা দেয় বৃষ্টি। তখন ২৫ ওভার ৩ বলে এক উইকেট হারিয়ে ২০০ রান তোলে পাকিস্তান। এরপর খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে ডিএল মেথডে ২১ রানে জয় পেয়েছে বাবরের দল।

এনএইচ