tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আইন আদালত প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ এএম

সাদ্দাম, ইনানসহ ৪০০ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


19661888_121

সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ চার শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।


গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে এই মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন।

রোববার রাতে শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারিসহ ২২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ২০০ ছাত্রলীগ নেতা-কর্মীকে।

মামলার বাদি আরমান হোসেন জানান, এর আগে ২৫ তারিখে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় সবার নাম না আসায় যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এ মামলাটি করা হলো।

আজকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ জন নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে, যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্র-ছাত্রীদের আন্দোলনে যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বাধা দিয়েছেন।

সূত্র : বিবিসি

এনএইচ