tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৩ এপ্রিল ২০২৪, ১৫:১৬ পিএম

বান্দরবানে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


sbraassttrmntrii

বান্দরবানের রুমা ও থানচি উপজেলা শহরের সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ডাকাতির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।


ওইসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা করণীয় আমরা সব কিছুই করব। প্রয়োজনে সেখানে সেনাবাহিনী নামানো হবে।

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে আজ বেলা একটার দিকে থানচি সদরের থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে নগদ টাকা লুট করে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সোনালী ব্যাংকের রুমা শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে কেএনএফ সন্ত্রাসীরা অপহরণ করেছে। এ ছাড়া ব্যাংকের এই শাখারও ভল্ট ভেঙে টাকা লুট করে নিয়ে গেছে।

এমএইচ