tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৫ পিএম

জনরোষের মুখে পালিয়ে গেলেন ঋতুপর্ণা


rituparna_1

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ন্যায়বিচার চেয়ে সাধারণ মানুষের সঙ্গে একজোট হয়ে রাস্তায় বিক্ষোভ করেছেন টলিউডের শিল্পী-কলাকুশলীরা।


গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত দখল কর্মসূচিতে শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে আন্দোলনে শামিল হন অগণিত মানুষ। তাতে অংশ নেন তারকারাও। এদিন প্রায় মধ্যরাতে সেখানে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতেই সুর চড়িয়েছিলেন ঋতুপর্ণা।

 কিছুক্ষণের মধ্যে অভিনেত্রীকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিনেত্রীকে লক্ষ্য করে ‘গো ব্যাক’, ‘ধিক্কার’ স্লোগান দেন আন্দোলনকারীরা।

এমন পরিস্থিতিতে দ্রুত অভিনেত্রীকে তার দেহরক্ষীরা গাড়িতে তোলেন। তাতেও পরিস্থিতি সামলানো কার্যত অসম্ভব হয়ে ওঠে। গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে বোতলও ছোড়া হয়। পরে এলাকা ছাড়েন ঋতুপর্ণা।

এর আগে প্রতীকী প্রতিবাদ জানাতে শঙ্খ বাজাতে গিয়ে চরম কটাক্ষের শিকার হন ঋতুপর্ণা। সেই ঘটনার পর গতকাল বুধবার যখন আবার আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পাশে দাঁড়াতে এসেছিলেন তিনি। তখনই ফুঁসে ওঠে আন্দোলনকারীরা।

অভিনেত্রীকে কোনোভাবেই গ্রহণ করেননি সাধারণ মানুষ। উল্টো জনরোষের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। এমনকি গাড়িতে উঠে বেরিয়ে যেতে চাইলেও নিস্তার পাননি।

কিছুটা দূরে গিয়ে অভিনেত্রীর গাড়ি একটু দাঁড়াতেই গাড়িতে ধাক্কা মারতে শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা চিৎকার করে বলেন, পালিয়ে গেছেন ঋতুপর্ণা।

এসএম