tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২১, ১৮:১৯ পিএম

মিয়ানমারের নাগরিকরা চাকরি ছেড়ে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছেন


মিয়ানমার-গেরিলা.jpg

মিয়ানমারের কারেন রাজ্যের গভীর জঙ্গলের এক ক্যাম্পে বেসামরিক ব্যক্তিদের  গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে লড়াই করতে তৈরি হচ্ছেন।


মিয়ানমারের কারেন রাজ্যের গভীর জঙ্গলের এক ক্যাম্পে বেসামরিক ব্যক্তিদের  গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে লড়াই করতে তৈরি হচ্ছেন।

আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অস্থায়ী তাঁবু খাটিয়ে চলছে প্রশিক্ষণ। কীভাবে রাইফেল লোড করতে হয় এবং ঘরে তৈরি বোমার জন্য ডেটোনেটর সেট করতে হয়, তা শিখছে নতুন প্রশিক্ষণার্থীরা।

এখানে প্রশিক্ষণরত যুবক ও নারীদের ফুটেজ নিয়েছে রয়টার্স। এরা বলেছে, তারা গেরিলা যোদ্ধা হওয়ার জন্য শহরের চাকরি ছেড়ে এসেছে।

মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র এই গোষ্ঠী সম্পর্কে মন্তব্য করার অনুরোধের জবাব দেননি।

এইচএন