tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২৪, ১১:০৮ এএম

দ্বিতীয় দিনেও শুরুতেই সুযোগ নষ্ট করল টাইগারা


-20240330202712-20240331104815

চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে শেষে আলোচনার কেন্দ্রে ছিল বাংলাদেশের ফিল্ডিং। একাধিক ক্যাচ ফেলে লঙ্কান ব্যাটারদের বড় ইনিংস খেলার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা।


দিন শেষে সংবাদ সম্মেলনেও এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

প্রথম দিন যেখানে, যেভাবে শেষ করেছিল বাংলাদেশ, দ্বিতীয় দিনে ঠিক সেখান থেকেই শুরু করেছে। আজও শুরুতেই সুযোগ নষ্ট করল বাংলাদেশ।

দিনের পঞ্চম ওভারে খালেদের করা অফ স্টাম্পের বাইরের বল ধনাঞ্জয়ার ব্যাটের কানা ছুঁয়ে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা মেহেদি মিরাজের খানিকটা সামনে পড়ে বল। লো হওয়া বল সামনের দিকে ঠিক সময়ে ঝুঁকতে পারলে তালুবন্দি করতে পারতেন মিরাজ। তবে তা হয়নি। আরও একটা সুযোগ নষ্ট করলো বাংলাদেশ।

এর আগে দিনের প্রথম বলেই দিনেশ চান্ডিমালের ব্যাটের কানা ছুঁয়ে বল গিয়েছিল প্রথম স্লিপে। কিন্তু সেটি ক্যারি করেনি। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা মাহমুদুল হাসান জয়ের খানিকটা সামনে ড্রপ করে।

৯৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৪৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। উইকেটে আছেন ধনাঞ্জয়া ও চান্দিমাল।

এমএস