tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জীবনযাপন প্রকাশনার সময়: ১৮ মে ২০২৩, ১৯:২৯ পিএম

তৈলাক্ত ত্বক নিয়ে নাজেহাল?


64

তৈলাক্ত ত্বক মানেই নাক এবং কপাল জুড়ে তেলের খনি। গরমে ঘেমে ত্বক আর বেশি তৈলাক্ত হয়ে ওঠে। অনেক সময়ে মিশ্র ত্বকের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয়।


সবার মনে প্রশ্ন থাকে, গরমে কী ভাবে নেবেন তৈলাক্ত ত্বকের যত্ন?

অনেকেই মনে করেন যত মুখ ধোয়া হবে, ততই ভাল। কিন্তু যত বেশি মুখ ধোবেন, ত্বকের প্রাকৃতিক তেল কমে যাবে, ততই ত্বক আরও বেশি করে তেল উৎপাদন করবে। দিনে দু’বার হালকা কোনও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলেই যথেষ্ট।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন: ত্বকের আর্দ্রতা কমে গেলে তখনই আরও বেশি পরিমাণে তেল উৎপাদন করে ত্বক। তাই ত্বকের সঙ্গে মানানসই কোনও ময়েশ্চারাইজার মুখ ধোয়ার পর অবশ্যই লাগাবেন।

ঠিক মেকআপ ব্যবহার করুন: যে ধরনের মেকআপ ব্যবহার করলে ত্বক চকচক করবে না, এমন জিনিস রাখুন মেকআপ ব্যাগে। এই সময়ে তাই যতটা পারবেন, হালকা মেকআপ করুন।

বাড়তি তেল নিয়ন্ত্রণ: নাক খুব বেশি তেলতেল করলে সেটা ব্লটিং পেপার দিয়ে শুষে নিন। তা হলে দেখবেন ত্বক অনেক বেশি সতেজ মনে হচ্ছে।

এন