tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৫ পিএম

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জামায়াতের গভীর উদ্বেগ


814076_170

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ।


বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের এ উদ্বেগ প্রকাশ করেন ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে গৃহীত এক প্রস্তাবে বলা হয় যে, “নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্র লোকজন দিশেহারা।

তিনি বলেন, জোর করে ক্ষমতা দখলকারী সরকারি দলের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে দেশের জনগণকে কষ্ট দিচ্ছে। সরকার মুখে দ্রব্যমূল্য কমানোর জন্য হাকডাক দিলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপই গ্রহণ করছে না। দেশে যে কী ভয়াবহ অবস্থা বিরাজ করছে তা সহজেই বুঝা যায় ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের ট্রাকের নিকট গেলে। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী কেনার জন্য নিম্ন আয়ের মানুষ খুব ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী পাচ্ছে না।

তিনি আরও বলেন, চাল, ডাল, আটা, চিনি, তেল, পেঁয়াজ, মরিচ, আদা, রসুনসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যই আকাশচুম্বী। এমনকি মাছ, গোশত, তরিতরকারীর মূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। চাউলের দাম প্রতি কেজি ৫ থেকে ১০টাকা এবং তরিতরকারীর মূল্য দুই/তিন গুণ পর্যন্ত বেড়েছে। অথচ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই সরকার গ্রহণ করছে না। জনগণের কষ্ট ও দুর্ভোগ নিয়ে জোর করে ক্ষমতায় থাকা অবৈধ সরকারের কোনো মাথা ব্যথা নেই।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আরও লক্ষ্য করছে যে, দেশের অর্থনীতি ক্রমেই বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থপাচার দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে। সরকার অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। গত ৬ মাসে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে ২৩ হাজার ২শ’ ২৭ কোটি ১৯ লক্ষ কোটি টাকা। বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না বিধায় সরকার চলতি বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা কাটছাট করেছে। এতে প্রমাণিত হয় দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয়। দেশ দেউলিয়া হওয়ার পথে অথচ সেদিকে সরকারের কোনো নজর নেই। পবিত্র রমজান মাস আসার পূর্বেই দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জামায়াতের নির্বাহী পরিষদ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।”

প্রেস বিজ্ঞপ্তি/এমএইচ