tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৯ এএম

২৮০০ রুশ সেনা নিহত : ইউক্রেন


বিমান হামলা

ইউক্রেনীয় কর্তৃপক্ষ ২৮০০ রুশ সেনা হত্যার দাবি করেছে। শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।


ইউক্রেনীয় কর্তৃপক্ষ ২৮০০ রুশ সেনা হত্যার দাবি করেছে। শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কমপক্ষে দু’হাজার আট শ’ (২৮০০) রুশ সেনা নিহত হয়েছেন।

এ সময় রাশিয়ার ৮০টি ট্যাঙ্ক, ৬২৬টি সাঁজোয়া যুদ্ধ যান, ১০টি যুদ্ধবিমান ও সাতটি হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

স্থানীয় সময় বিকাল ৩টায় ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার তার ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন।

তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের এমন দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়ার সরকার। তবে আল-জাজিরা বা অন্য কোনো গণমাধ্যমও ইউক্রেনীয় কর্তৃপক্ষের এমন দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যদি পশ্চিমা নেতারা দ্রুত পদক্ষেপ নেন তাহলে এখনো রাশিয়ার আগ্রাসন ঠেকিয়ে রাখা সম্ভব।

এ সময় তিনি ইউরোপীয় দেশগুলোর জনগণকে ইউক্রেনের জন্য বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। যাতে করে ওই ইউরোপীয় নেতারা প্রচণ্ড জনবিক্ষোভের চাপে পড়ে ইউক্রেনকে সাহায্য করতে বাধ্য হন।

তিনি আরো বলেন, আমি নিশ্চিত যে ইউরোপের সকল দেশ (ইউক্রেনের ওপর) রাশিয়ার আগ্রাসনকে কাছ থেকে দেখছেন।

আপনারা কিভাবে নিজের দেশকে রক্ষা করবেন যখন আপনারা ইউক্রেনকে সাহায্য করতে দেরি করছেন। সূত্র : আল-জাজিরা।

এইচএন