tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ০৭ জানুয়ারী ২০২২, ২২:০৪ পিএম

করোনাক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১ মৃত্যু


করোনা১.jpg

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।


করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি ) ১ হাজার ১৪০ জন রোগী শনাক্ত হয়েছিল। এ দিন সাতজনের মৃত্যু হয়েছিল।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় প্রাণ গেছে ২৮ হাজার ৯৮ জনের এবং শনাক্ত ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ২০৪টি নমুনা।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এইচএন