ফের সিডন্স আসছে বাংলাদেশে
Share on:
বাংলাদেশে আবারও ফিরছেন সাবেক টাইগার কোচ জেমি সিডন্স। এ নিয়ে উচ্ছ্বাসার শেষ নেই এই অস্ট্রেলীয়র। বাংলাদেশের ভিসা পেয়েই ভিডিও বার্তায় জানিয়ে দেন ফেব্রুয়ারির প্রথম সপ্তায় বাংলাদেশে আসার কথা।
বাংলাদেশে আবারও ফিরছেন সাবেক টাইগার কোচ জেমি সিডন্স। এ নিয়ে উচ্ছ্বাসার শেষ নেই এই অস্ট্রেলীয়র। বাংলাদেশের ভিসা পেয়েই ভিডিও বার্তায় জানিয়ে দেন ফেব্রুয়ারির প্রথম সপ্তায় বাংলাদেশে আসার কথা।
সে অনুযায়ী আগামীকাল বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলেই ঢাকা পৌছাবেন।
সিডন্স এবার হেড কোচ না হয়ে ফিরলেও জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে আসছেন পুরনো সতীর্থদের কাছে।
এদিকে জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। দুজনই জাতীয় দলের হয়ে কাজ করবেন কী না এ নিয়ে ছিল ধোঁয়াশা।
আজ মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেছেন, ‘সিডন্সকে মূলত বিসিবির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তাকে যখন যেভাবে সুযোগ পাই ব্যবহার করবো।
তবে আমরা চাই সে এখন জাতীয় দল নিয়েই বেশি কাজ করুক। তার অভিজ্ঞতা আমরা ব্যবহার করতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে।’
সিডন্স জাতীয় দলের সঙ্গে কাজ করলে অ্যাশওয়েল প্রিন্সের কোথায় কাজ করবেন? এ নিয়ে জালাল ইউনুস,‘প্রিন্সকে তখন আমরা হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্ব দিয়ে দিবো।
এছাড়া অন্য কোথায় দেওয়া যায় সেটি নিয়ে আমরা ভাববো। আমাদের তো অনেক কোচ লাগবে।’
এর আগে সিডন্স বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে ২০০৭ সাল থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।
তবে বিশ্বকাপ ব্যর্থতার পর তৎকালীন বোর্ড তার সঙ্গে পুনরায় চুক্তি করেনি। বেশ হতাশ হয়েই বাংলাদেশ ছাড়েন সিডন্স।
সিডন্স থাকা কালীন বাংলাদেশ দলের আজকের তারকাদের ব্যাটিংয়ের ধরণটাই পাল্টে যায়। যা বরাবরই স্বীকার করে নেন সাকিব, তামিম, মুশফিকরা।
বাংলাদেশে আবারও ফেরা নিয়ে উচ্ছ্বসিত সিডন্স ভিডিও বার্তায় বলেছিলেন, ‘দুই বছর বাংলাদেশে কাটানোর পরিকল্পনা রয়েছে।
এই বছরের অক্টোবরেই অস্ট্রেলিয়াতে আমাদের একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমি তরুণ কয়েকজন খেলোয়াড়দের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি।
শুধু জাতীয় দল নয়, জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামেও কাজ করবো। আমি আগেও সেখানে কাজ করেছি। সেখানে কাজ করতে আমি ভালোবাসি।’
এইচএন