tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১০ অগাস্ট ২০২৪, ১০:১০ এএম

অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ


jaatisngh
জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক। ছবি : ইউএনবি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক।


বৃহস্পতিবার (৮ আগস্ট) নিউইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফারহান হক বলেন, ‘নতুন সরকারের কাছ থেকে কী ধরনের আনুষ্ঠানিক অনুরোধ আসে তা দেখা হবে। বাংলাদেশ সরকার ও জনগণ যেভাবে প্রয়োজন মনে করবে, আমরা অবশ্যই সেভাবে তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছি।’

জাতিসংঘের উপমুখপাত্র বলেন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে তিনি দেশের শান্তিপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়াটি সক্রিয় রয়েছেন।

এক প্রশ্নের জবাবে উপমুখপাত্র বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যে সহিংসতা চলছে তা বন্ধ করতে চান তারা।

সহিংসতার বিষয়টি উল্লেখ করে ফারহান হক বলেন ‘আমরা এটা পরিষ্কার করে বলেছি, যেকোনো জাতিগত আক্রমণ বা সহিংসতায় উসকানির বিরুদ্ধে আমাদের অবস্থান।’

এনএইচ