tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২৪, ১১:০৫ এএম

ট্রাম্পের জয়ের পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান বাইডেনের


1000025094

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।


এতে দেশটির নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে উদ্বিগ্ন ডেমোক্র্যাট কর্মী-সমর্থকদের সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করেছেন তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রোজ গার্ডেনে দেওয়া বক্তব্যে জো বাইডেন এই আহ্বান জানান বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

জো বাইডেন তার বক্তব্যে বলেন, ‘বাধা-বিপত্তি আসবেই। (কিন্তু) হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। একটা পরাজয় মানে এ নয় যে আমরা একেবারে হেরে গেছি।’

গত মঙ্গলবারের (৫ নভেম্বর) নির্বাচন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার সুসংহত অবস্থাকে প্রমাণ করেছে উল্লেখ করে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করারও অঙ্গীকার করেছেন বাইডেন। এ বক্তব্য ও অঙ্গীকারের মধ্য দিয়ে মূলত ট্রাম্পের অতীত কর্মকাণ্ডেরই সমালোচনা করেছেন তিনি।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি আশা করি, আমরা যা করতে পারি তা হলো, আপনি কাকে ভোট দিয়েছেন, সেটি ব্যাপার নয়। আমরা পরস্পরকে প্রতিপক্ষ না বানিয়ে মার্কিন সহকর্মী হিসেবে বিবেচনা করে কাজ করতে পারি। আসুন, আমরা উত্তেজনা কমিয়ে আনি।’

বাইডেন আরও বলেন, ‘আমি এ-ও আশা করি, আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার শুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলব না। এ ব্যবস্থা সৎ, সুষ্ঠু ও স্বচ্ছ। এটির ওপর আস্থা রাখা যায়, আর তা আমরা জিতি বা হারি—যেকোনো পরিস্থিতিতে।’

ইতোমধ্যে হোয়াইট হাউসে আসার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। তবে ২০২০ সালে বাইডেনের সঙ্গে এমন সৌজন্যমূলক আচরণ করেননি ট্রাম্প।

উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে একে-অপরের কম বিষোদ্‌গার করেননি বাইডেন-ট্রাম্প। তারপরও নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পকে অভিনন্দন জানাতে ভোলেননি বাইডেন। বাইডেনের পক্ষ থেকে অভিবাদন পেয়ে খুশি ট্রাম্পও। ট্রাম্পের প্রচারশিবির জানিয়েছে, শিগগিরই বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন তিনি।

গত বুধবার ট্রাম্পের প্রচারশিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেন, ‘নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।’

এদিকে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পরাজয়ের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করছেন কিছু ডেমোক্র্যাট কর্মী-সমর্থক। তাদের ভাষ্যমতে, এ বছর বাইডেনের পুনরায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়া ঠিক হয়নি। ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কে হতাশাজনক পারফরম্যান্স দেখানোর পর বাইডেনের বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এর জেরে তুমুল সমালোচনা শুরু হলে গত জুলাইয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহারের পর এ পদে প্রার্থী হন কমলা।

এনএইচ