tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৫ মার্চ ২০২২, ২১:৩০ পিএম

পোল্যান্ডের প্রেসিডেন্টকে বহনকারী প্লেনের জরুরি অবতরণ


পোল্যান্ড

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাকে বহনকারী প্লেনটি ওয়ারশতে জরুরি অবতরণ করেছে। সফরত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পোল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।


তবে প্রেসিডেন্ট দুদা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে তার চিফ অব স্টাফ। জানা গেছে, প্লেনটি উড্ডয়নের পরই ওয়ারশ বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়।

রাশিয়া ইউক্রেনে হামলার পর সীমান্তে যে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে সে সম্পর্কে বাইডেনকে অবহিত করতে তিনি রওয়ানা দিয়েছিলেন। এখন তিনি বাইডেনের সঙ্গে দেখা করতে পাবেন কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে। তাছাড়া কি কারণে প্লেনটিকে ফিরিয়ে এনে জরুরি অবতরণ করানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) জি-৭ ও ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে পাড়ি দেন বাইডেন। এরপর তিনি ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে যান। দেশটির দক্ষিণ-পূর্ব শহর রেজেসজোতে অবস্থান করছেন বাইডেন। জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।

এমআই