tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২৪, ১৮:৪৯ পিএম

ভারত থেকে কারাভোগ শেষে মুক্তি পেল ৫ বাংলাদেশি


টচব

দুই বছর কারাভোগ শেষে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশি। তাদের মধ্যে ৩ নারী-শিশু ও ২ জন পুরুষ রয়েছেন।


মঙ্গলবার (৮ অক্টোবর) ভোরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভালো কাজের সন্ধানে ভারতের কেরালায় যান তারা। সেখানে সমুদ্রে মাছ ধরার কাজ করার সময় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের ২ বছরের সাজা দিয়ে কেরালা কারাগারে পাঠান। সাজার মেয়াদ শেষে দু’দেশের স্বরাস্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আজ ভোরে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।’

তিনি আরও বলেন, ‘তাদের হস্তান্তরের সময় বাংলাদশ উপ-হাইকমশিনরের একটি প্রতনিধি দল, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী, উপজলো মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা, বিজিবি ও পুলিশ প্রশাসনের কর্মকর্তরা নোম্যান্সল্যান্ডে উপস্থিত ছিলেন।’

এসএম