tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৯ জুন ২০২৪, ১৯:২৯ পিএম

বিএনপির শিক্ষিত নেতারা অশিক্ষিতের মতো কথা বলছেন : পররাষ্ট্রমন্ত্রী


image-280436-1719665772

প্রধানমন্ত্রীর ভারত সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে বিএনপি নেতারা অশিক্ষিতের মতো কথা বলছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।


শনিবার (২৯ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এ সেমিনারের আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। আর কিছু সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। কোনো চুক্তি সই হয়নি। অথচ বিএনপি নেতারা গলা ফাটিয়ে বলে যাচ্ছেন চুক্তি সই হয়েছে। মির্জা ফখরুল সাহেব নাকি ঢাকা কলেজে পড়াতেন, বিএনপির আরও কিছু নেতা, মঈন খানও শিক্ষিত। বিএনপির এ সব শিক্ষিত নেতারা চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য কেন বুঝতে পারছেন না, কেন তারা অশিক্ষিতের মতো কথা বলছেন, সেটি আমার বোধগম্য নয়।

দেশের স্বার্থেই সমঝোতা স্মারকগুলো সই করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা কানেক্টিভিটি বাড়াতে চাচ্ছি। কানেক্টিভিটি বাড়ানোর জন্যই ইতোমধ্যে ঢাকা-কলকাতা, খুলনা-কলকাতা, দিনাজপুর-শিলিগুড়ি ট্রেন চালু হয়েছে, আখাউড়া দিয়ে ট্রেন চালুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আমরা ভারতের বুকের ওপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি সই করেছি, ভুটানের সঙ্গেও আলাপ-আলোচনা চলছে। সেই কানেক্টিভিটিকে আমরা আরও বাড়াতে চাই এবং সেই কানেক্টিভিটির সঙ্গে আমরা নেপাল ও ভুটানকেও যুক্ত করতে চাই। এ অঞ্চলের মানুষের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থেই আমরা কানেক্টিভিটি বাড়াতে চাই। কিন্তু বিএনপি সেটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এসএম