tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২০ জুন ২০২৪, ১৬:৫২ পিএম

ঈদে ছুটির ৫ দিনে পদ্মা সেতুতে টোল আদায় ১৭ কোটি


padma-bridge (1)

সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবারসহ এবার ঈদুল আজহায় ছুটি ছিল ৫ দিন। একদিকে লম্বা ছুটি আর পরিবার-পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অধিকাংশ মানুষই ছুটেছে বাড়িতে। যা ভালোমতো টের পাওয়া যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঈদযাত্রায়।


ছুটির ৫ দিনে ১৪ থেকে ১৮ জুন পদ্মা সেতু পাড়ি দিয়েছে ১ লাখ ৬০ হাজার ২৫৩টি যানবাহন। যা থেকে এই সেতুতে নগদ টোল আদায় হয়েছে ১৭ কোটি ২ লাখ ৯৪ হাজার ১৫০ টাকা। ইটিসিএস ও ক্রেডিটসহ টোলের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৭ লাখ ৬১ হাজার ৮শ’ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টদের তথ্যমতে, এ সময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত প্রান্ত হয়ে পাড়ি দেয় ১লাখ ৬৬১টি যানবাহন, জাজিরা প্রান্ত হয়ে পাড়ি দেয় ৫৯ হাজার ৫৯২টি যানবাহন। এতে মাওয়া প্রান্ত হয়ে নগদ টোল আদায় হয় মোট ৯ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৬৫০ টাকা, আর জাজিরা টোল প্লাজায় নগদ টোল আদায় হয় ৭ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৫০০টাকা।

এমএইচ