tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫ এএম

সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকরা ফিরতে পারেননি


ঘূর্ণিঝড় .jpg

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর কারণে সেন্টমার্টিনে আটকা পড়া প্রায় দেড় হাজারের বেশি পর্যটক রোববারও ফিরতে পারেননি বলে খবর পাওয়া গেছে।


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর কারণে সেন্টমার্টিনে আটকা পড়া প্রায় দেড় হাজারের বেশি পর্যটক রোববারও ফিরতে পারেননি বলে খবর পাওয়া গেছে।

গতকাল রোববার (৫ ডিসেম্বর) রাতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেন।

এরপর দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন,কক্সবাজার ও চট্টগ্রাম নৌপথে চলাচলকারী সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

এদিকে রোববার (৫ ডিসেম্বর) বিকেল পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক না হওয়ার পাশাপাশি সতর্কসংকেত প্রত্যাহার না করায় ওই তিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল।

ফলে কোনো জাহাজ সেন্টমার্টিন দ্বীপে যেতে না পারায় পর্যটকরা ফিরতে পারেননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, আটকে পড়া পর্যটকেরা ভালো রয়েছেন।

এইচএন