ন্যান্সি পেলোসির বাড়িতে হামলা, স্বামী আহত
Share on:
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে হামলা হয়েছে। এতে তার স্বামী পল পেলোসি (৮২) গুরুতর আহত হয়েছেন। তবে হামলার সময় ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ছিলেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি। এই হামলার আহত হয়েছেন অশীতিপর পল। তবে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বিবৃতিতে পেলোসি বলেছেন, এক হামলাকারী তাদের স্যান ফ্রানসিস্কোর বাড়িতে ঢুকে পল পেলোসির ওপরে হামলা চালায়। বর্তমানে হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছে। তার উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পল পেলোসি। তবে তার আঘাত গুরুতর না হওয়ায়, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। পুলিশ এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ন্যান্সি পেলোসি।
প্রসঙ্গত, ১৯৬৩ সালে ন্যান্সি পেলোসি এবং পল পেলোসি দাম্পত্য জীবন শুরু করেন এবং তাদের পাঁচটি সন্তান রয়েছে। এ বছরের মে মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পল একটি জিপকে ধাক্কা দেন। ওই ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন। পল নিজে তার অপরাধের কথা স্বীকারও করে নিয়েছিলেন।
এরপর ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতেই তার পাঁচদিনের জেল হয়। যদিও জেলে তাকে মাত্র এক রাতই রাখা হয়েছিল। ওই ঘটনার পর এবার বাড়িতে তার ওপর হামলা হল।
এন