দেশে করোনায় আরও ৬ মৃত্যু
Share on:
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪০৮ জনে দাঁড়িয়েছে।
এছাড়া নতুন আক্রান্ত হয়েছে ২৮৭ জন। মোট আক্রান্ত ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন।
২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় চার হাজার ১২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।
করোনায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের দু’জন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
এন