tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৩ অক্টোবর ২০২২, ১০:২৯ এএম

দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন লিটন


লিটন

আজ ১৩ অক্টোবর ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। দলের নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাসের জন্মদিনও এদিনই! পাকিস্তানের শুরুর তোপে বাংলাদেশ কিছুটা বিপদেই যেন পড়ে গিয়েছিল। সেই বিপদ থেকে দলকে রক্ষা করলেন লিটন। দারুণ এক ফিফটিতে জন্মদিনটাও রাঙালেন তিনি।


আগের দিন ওপেন করতে নামলেও আজ বাংলাদেশ ব্যাটিং লাইন আপে তার জায়গা হয় তিন নম্বরে। তবে তিনি যখন এসেছেন, নাজমুল হোসেন শান্তর ধীরগতির ব্যাটিংয়ে তখন কিছুটা চাপেই ছিল দল। ওপাশে সৌম্য ৪ বলে ৪ করে ফিরে গেছেন, কিন্তু শান্ত তখন ৯ বল খেলে করেছেন মোটে ১ রান।

লিটন এসেই পাল্টা আক্রমণে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পাওয়ারপ্লের শেষ ওভারে শান্ত বিদায় নিলে সাকিব আল হাসানের সঙ্গে বাধেন জুটি।

এরপর ৩১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি ছুঁয়ে ফেলেন লিটন। সাকিবের সঙ্গে তার জুটিটা টিকে ছিল ৫৫ বল, এ সময় দলের স্কোরবোর্ডে দুজন যোগ করেছেন ৮৮ রান। মোহাম্মদ নওয়াজের বলে বিদায় নেওয়ার আগ পর্যন্ত লিটন করেছেন ৪২ বলে ৬৯ রান। তাতেই বাংলাদেশ পেয়ে যায় বড় রানের দিশা।

এমআই