‘দাওয়াতি তৎপরতার মাধ্যমে ইসলামী আন্দোলনের প্রসার ঘটাতে হবে’
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, দাওয়াতি তৎপরতার মাধ্যমে ইসলামী আন্দোলনের প্রসার ঘটাতে হবে।
শনিবার (৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত মজলিসে শূরা সদস্যদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করছি। যে কাজ করেছিলেন আল্লাহ তাআলার প্রেরিত সকল নবী-রাসূল। এ দায়িত্বটা আমাদের পালন করতে হবে সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিকভাবে। এ দায়িত্বের সূত্রই হলো দাওয়াতি কাজ। ইসলামী আন্দোলনের প্রসার ঘটাতে হবে দাওয়াতি তৎপরতার মাধ্যমে। আর এ দাওয়াতি কাজ হতে হবে হৃদয়গ্রাহী এবং অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত, আকর্ষণীয় ও আন্তরিক পরিবেশে। এটা না করতে পারলে দাওয়াতি কাজের প্রভাব পড়বে না।
এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ নব-নির্বাচিত মজলিসে শূরা সদস্যদের উদ্দেশে বলেন, ‘দাওয়াতি কাজের জন্য আদর্শ দাঈ ইলাল্লাহ হিসেবে নিজেদেরকে করে গড়ে তুলতে হবে। সকল মানবীয় দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। হিকমাহ ও যোগ্যতার সাথে দাওয়াতি কাজ করতে হবে। সর্বপ্রথম নিজেদেরকে প্রাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তুলতে হবে এবং কথা ও কাজের মাধ্যমে ইসলামের সৌন্দর্য জনগণের নিকট উপস্থাপন করতে হবে। ’
তিনি আরও বলেন, এ সকল কাজ নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য নয়, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে।”
শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল ও পরিচালনা করেন সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।
এমআই