tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২১ জুলাই ২০২৩, ০৯:৪৩ এএম

বিশ্ববাজারে বাড়ছে গমের দাম


66

রাশিয়া ইউক্রেনের বন্দরগামী জাহাজগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসাবে বিবেচনা করার পরে বিশ্ববাজারে গমের দাম বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।


সোমবার জাতিসংঘের একটি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে মস্কো। চুক্তিটির মাধ্যমে কৃষ্ণ সাগর অতিক্রম করে শস্যের চালানের জন্য জাহাজের নিরাপদ পারাপর ও নোঙ্গর নিশ্চিত করা হয়েছিল।

গত তিন রাত ধরে বন্দর নগরী ওডেসা এবং ইউক্রেনের অন্যান্য শস্য কেন্দ্র নগরীতে রাশিয়া বোমাবর্ষণ করছে।

মস্কো সতর্ক করে দিয়ে বলেছে, বৃহস্পতিবার থেকে ওডেসা যাওয়া যেকোনো জাহাজকে ‘কিয়েভ সরকারের’ পক্ষ হিসেবে দেখা হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাডাম হজ জানিয়েছেন, রাশিয়া বেসামরিক জাহাজে হামলা করার এবং ইউক্রেনকে দোষারোপের পরিকল্পনা করছে। বেসামরিক জাহাজে হামলাকে বৈধতা দেওয়ার জন্য রাশিয়ার সমন্বিত প্রচেষ্টার অংশ ইউক্রেনীয় বন্দরগুলিতে আরও সামুদ্রিক মাইন স্থাপন করেছে মস্কো।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার ঘোষণার পর ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গমের দাম আগের দিনের থেকে বুধবার ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে প্রতি টন ২৮৪ ডলার হয়েছে। একই সময় ভুট্টার দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ।

মার্কিন গমের দাম ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। রাশিয়ার ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে এটি সর্বোচ্চ দৈনিক বৃদ্ধি।

এন